আমেরিকার সান ডিয়াগো কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট পড়েছে মামলার মুখে
আমেরিকার সান ডিয়াগো কাউন্টির শেরিফ ডিপার্টমেন্ট পড়েছে মামলার মুখে
তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক প্রতিবন্ধী তরুণের ওপর মারপিট ও নির্যাতন চালিয়েছে স্থানীয় পুলিশ। প্রতিবন্ধী এ তরুণ ডাউন সিনড্রোমে ভুগছে।
গত বৃহস্পতিবার দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে-ডেপুটি জেফরি গাই ২১ বছর বয়সী আন্টোনিও টনি মার্টিনেজের ওপর মরিচের গুঁড়ো স্প্রে এবং লাঠিপেটা করেছে। এছাড়া, পুলিশ অফিসার তাকে মাটিতে টেনেহিচড়ে নিয়ে যান এবং তার চোখেমুখে মরিচ গুঁড়োর স্প্রে ঢেলে দেন।
এজাহারে বলা হয়েছে- পুলিশের টানাহেচড়ায় টনি মার্টিনেজের গাল, নাক ও চোখের ওপরের চামড়া উঠে গেছে। লাঠির বাড়িতে মার্টিনেজ পিঠে মারাত্মক ব্যথা পেয়েছে।
মামলা দায়েরের পর শেরিফের কার্যালয় থেকে মার্টিনেজের পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। তবে পরিবারটি মামলা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জেফরি গাইকে বরখাস্ত করার দাবি জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন