মার্কিন সিনেটর: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো লাভ হয়নি
মার্কিন সিনেটর: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কোনো লাভ হয়নি
মার্কিন সিনেটর রন জনসন বলেছেন, রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞায় কোনো লাভ হয়নি।
ওয়াশিংটন টাইমসের উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, মার্কিন এ সিনেটর সিএনএন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে কোনো ফল না পাওয়ার কথা স্বীকার করে এতে দুঃখ প্রকাশ করেছেন।
মার্কিন রিপাবলিক দলের এ সিনেটর ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ওবামার নীতির সমালোচনা করে বলেছেন, কঠোর ব্যবস্থা নিলেই কেবল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনোভাবে পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, কেবল মুখের কথায় পুতিনের সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না।
দুই মাস আগে ইউক্রেনের স্বায়ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল রুশ ফেডারেশনে যোগ দেয়ার পর মার্কিন সরকার রাশিয়ার বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজ শুরু করে।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা গত শনিবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব ইউরোপে উত্তেজনা অব্যাহত থাকলে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন