দেইর আজ-জোরে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে
দেইর আজ-জোরে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে
সিরিয়ায় তাকফিরি গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশ থেকে অন্তত ৬০,০০০ মানুষ পালাতে বাধ্য হয়েছে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্রবাদী সন্ত্রাসীগোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট ও আল-কায়েদা গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল গত চারদিন ধরে দেইর আজ-জোরে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে।
আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি সংঘর্ষ বন্ধের নির্দেশ দেয়ার পরও তা থামেনি।
ব্রিটেনভিত্তিক সংগঠনটি জানিয়েছে, যুদ্ধে অন্তত ৬২ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর লড়াইয়ের কারণে বুসেইরা শহরের ৩৫ হাজার, আবরিহা শহরের ১২ হাজার এবং আল-জির শহরের ১৫ হাজার অধিবাসীর প্রায় সবাই ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো জানিয়েছে- বিদেশি মদদপুষ্ট আল-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা বুসেইরা শহরের বহুসংখ্যক বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। একইভাবে আইএসআইএল গোষ্ঠীও জ্বালিয়ে দিয়েছে আবরিহা শহরের ঘর-বাড়ি।
সাম্প্রতিক মাসগুলোতে উগ্রবাদী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েক হাজার সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন