প্রতিশোধের আশংকা জোরদার: আফগান সীমান্তে পাক সেনা নিহত
প্রতিশোধের আশংকা জোরদার: আফগান সীমান্তে পাক সেনা নিহত
আফগানিস্তান থেকে আসা গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের এক সেনা। স্থানীয় সময় গতরাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উপজাতি অধ্যুষিত আফগান সীমান্তবর্তী বাজাউরের পাহাড়ি এলাকায় ওই সেনা নিহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছে।
তবে, আফগান নিরাপত্তা বাহিনী কিংবা তালেবান গেরিলাদের সঙ্গে গোলাগুলির ঘটনায় এ সেনা মারা গেছেন কিনা তা স্পষ্ট নয়। এ ঘটনার পর সীমান্তে পাকিস্তানি সেনারা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশংকা জোরদার হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে আফগান সেনাবাহিনীর গুলিতে সীমান্তবর্তী ঝোব জেলায় এক নারীসহ অন্তত পাঁচ পাকিস্তানি নিহত ও ২৫ জন আহত হয়েছিল। এছাড়া, ২০১৩ সালের মে মাসে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছিল এক আফগান সেনা।
সর্বশেষ যে এলাকায় গোলাগুলির ঘটনা ঘটলো সেখানকার সীমানা নির্ধারণ না থাকায় প্রায়ই পাক-আফগান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলির জন্য দেশ দু’টি একে অপরকে দায়ী করেও থাকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন