মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রদূতকে তলব; তোপের মুখে পাক পররাষ্ট্রনীতি
মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রদূতকে তলব; তোপের মুখে পাক পররাষ্ট্রনীতি
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম
মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার চলমান সহিংসতা ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনার জন্য সব রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এ খবর নিশ্চিত করেছেন।
আজ (রোববার) রাজধানী ইসলামাবাদে মধ্যপ্রাচ্যের এসব রাষ্ট্রদূতকে নিয়ে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী চলমান আঞ্চলিক ও পাকিস্তান পরিস্থিতিতে ব্রিফিং দেবেন। তাসনিম আসলাম জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোত বসবাসরত পাকিস্তানি নাগরিকদের বিভিন্ন ইস্যুও আলোচনা করা হবে।
তিনি জানান- সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান, তুরস্ক, সিরিয়া, মিশর ও ইয়েমেনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতদের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সবচেয়ে বড় দুই কনস্যুলেট অফিস- জেদ্দা ও দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেলদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এ বৈঠকে।
বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন সারতাজ আজিজ। এছাড়া, গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীও এতে কথা বলবেন বলে জানান তাসনিম আসলাম। বৈঠকে আসা পরামর্শগুলো পাকিস্তানের পররাষ্ট্রনীতিতে একীভূত করা হবে।
গত ছয় মাসের মধ্যে সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা ও বাহরাইনের রাজা হামাদ বিন আলে খলিফা পাকিস্তান সফর করার পর ইসলামাবাদের পররাষ্ট্রনীতি এ দু’টি দেশের দিকে ঝুঁকে পড়েছে। এ অবস্থায় পাকিস্তানের জাতীয় সংসদের সিনেট এবং ন্যাশনাল অ্যাসেম্বলি- দু’কক্ষেরই তোপের মুখে পড়েছে নওয়াজ শরীফ সরকার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন