ইরান মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করল
ইরান মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা করল
ইরানের মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
দেশীয় প্রযুক্তিতে তৈরি মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়ে ইরান।
ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়েছে। মধ্যম উচ্চতায় কার্যকর এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সালামচেহ ক্ষেপণাস্ত্র দিয়ে সফলতার সঙ্গে একটি পাইলটবিহীন বিমানকে আঘাত হানে।
খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি বলেন, শত্রুর লক্ষ্যবস্তু প্রতিরোধে এ ধরনের বিদেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় মেরসাদ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা খুবই উঁচু মানের। তিনি দাবি করেন, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের সময় লড়াই করতে মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে অনন্য ক্ষমতা দিয়েছে নিজস্ব প্রযুক্তি।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেছে এবং এ খাতে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। তবে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নজর কাড়া উন্নতি লাভ করেছে বলে মনে করা হয়। এ নিয়ে শত্রুরা এখন রীতিমতো শংকার মধ্যে রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন