বাদাখসান প্রদেশে গ্রামের পর গ্রাম মাটির নীচে, নিহত ২১০০
বাদাখসান প্রদেশে গ্রামের পর গ্রাম মাটির নীচে, নিহত ২১০০
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেঁড়ে দুই হাজার একশ’ জনে পৌঁছেছে। আজ (শনিবার) প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাওয়িদ ফুরুতান বলেছেন- “তিনশ’টি পরিবারের দুই হাজার একশ’ ব্যক্তি প্রাণ হারিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত।”
উদ্ধার অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন। উদ্ধার অভিযানে সরকারি বাহিনীকে স্থানীয়রা সহযোগিতা দিচ্ছে। আশেপাশের গ্রামগুলো থেকে বহু সংখ্যক মানুষ সমবেত হয়ে একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বাদাখশান হচ্ছে তাজিকিস্তান, চীন ও পাকিস্তান সীমান্তবর্তী একটি দূরবর্তী প্রদেশ। কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটেছে। এর ফলে মাটির নীচে চাপা পড়েছে কয়েকটি গ্রাম। ওই এলাকার বেশিরভাগ ঘর-বাড়িই মাটি অথবা পাথর দিয়ে তৈরি। এ কারণে বন্যা ও ভূমিধসে এসব ঘর-বাড়ি খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন