মিশরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যাপক হামলা
মিশরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ব্যাপক হামলা
মিশরে বিক্ষোভকারীদের ওপর সেনা-পুলিশের দমন অভিযান
মিশরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজধানী কায়রোর হেলওয়ান এলাকায় মারা গেছে আটজন আর বাকি তিনজন নিহত হয়েছে দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায়।
মিশরে চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত থাকার প্রেক্ষাপটে নতুন করে বড় ধরনের এ হত্যাকাণ্ড হলো। গতকালের বিক্ষোভের সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
গত জুলাই মাসে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সামরিক ক্যু’র মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজনৈতিক সহিংসতা চলে আসছে। পরে দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা দেয় সেনা সমর্থিত কথিত অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় গত সোমবার মিশরের একটি আদালত ইখওয়ানের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িসহ ৬৮৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। রায়ের বিরুদ্ধে ইরানসহ বিভিন্ন দেশ ও সংস্থা প্রতিবাদ জানিয়েছে। টানা বেক্ষাভ চলছে মিশরেও।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন