ইংলাকের পদত্যাগ চাই নির্বাচন নয় - ভেজাজিভা

ইংলাকের পদত্যাগ চাই নির্বাচন নয় - ভেজাজিভা

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
অভিজিৎ ভেজাজিভা
থাইল্যান্ডে যেকোনো নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা অভিজিৎ ভেজাজিভা। জুলাই মাসের শেষদিকে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতি জানাতেও অস্বীকার করেছেন তিনি।

গত ডিসেম্বর থেকে থাইল্যান্ডে রাজনৈতিক সংকট চলছে এবং দেশটির অর্থনৈতিক তৎপরতা প্রায় স্থবির হয়ে গেছে। ওই মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে সম্প্রতি আবার দেশে জাতীয় নির্বাচন দেয়ার ঘোষণা দেয় ব্যাংকক। গত ৩০ এপ্রিল থাই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ২০ জুলাই দেশটিতে পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতা অভিজিৎ ভেজাজিভা রাজনৈতিক সংকট নিরসনের উপায় তুলে ধরতে গিয়ে আরো বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। সম্ভাব্য অন্তর্বর্তী সরকার দেশে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার আনবে এবং তারপরই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

তিনি সাংবাদিকদের বলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে থাইল্যান্ডকে বের করে আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করবে। অবশ্য জুলাইয়ে অনুষ্ঠেয় নির্বাচনে তার দল অংশ নিবে কিনা সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। ইংলাককে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, থাইল্যান্ডের রাজনৈতিক সহিংসতা আরো জটিল হতে পারে বলেই তিনি এ প্রস্তাব দিয়েছেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতা অভিজিৎ ভেজাজিভা আরো বলেন, তার এ প্রস্তাবে কোনো পক্ষেরই শতভাগ লাভ হবে না। তবে এতে সব পক্ষেরই কিছু কিছু দাবি মেটানোর চেষ্টা করা হয়েছে।

থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং শত শত লোক আহত হয়েছে। থাইল্যান্ডের বিরোধীদলগুলো এর আগের নির্বাচনের আগেই রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন