ইউক্রেনের সহিংসতা ছড়িয়েছে
ইউক্রেনের সহিংসতা ছড়িয়েছে
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা শহরে অপরাধমূলক অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছে। এ ঘটনার পর ইউক্রেনে সহিংসতা আরো বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।
পশ্চিমা সমর্থিত সরকার ইউক্রেনের ক্ষমতায় বসার পর এটাই দেশটিতে সবচেয়ে বড় রক্তক্ষয়ী দিন। এর আগে একদিনের সহিংসতায় এত বেশি সংখ্যক মানুষ মারা যায় নি।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবনে রুশপন্থি গেরিলারা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বেশিরভাগই মারা গেছে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে।
রাশিয়া এ ঘটনাকে ‘নিষ্ঠুরতা’ মন্তব্য করে বলেছে, নৈসর্গিক শোভামণ্ডিত ওদেসা শহরে সন্ত্রাসীদের এ তৎপরতার মধ্যদিয়ে ইউক্রেনে সহিংসতার নতুন ফ্রন্ট খোলা হলো। এ ঘটনার পর ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের জল্পনা আরো জোরদার হলো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে ইউক্রেনের অন্তর্বর্তী সরকার ও তার পশ্চিমা সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি দায়িত্বজ্ঞানহীন এ ঘটনার দায় ইউক্রেনকেই নিতে হবে বলে উল্লেখ করেছে।
একই দিন ইউক্রেনের স্লাভিয়ানস্ক শহরে সংঘর্ষে ইউক্রেনের দুই সেনাসহ অন্তত নয়জন মারা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন