মার্কিন তৎপরতা বিভিন্ন জাতি ও বিপ্লবের বিরুদ্ধে লাভজনক হবে না
মার্কিন তৎপরতা বিভিন্ন জাতি ও বিপ্লবের বিরুদ্ধে লাভজনক হবে না
আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি
ইউক্রেনের চলমান সংকট থেকে মার্কিন সরকারকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি। তিনি বলেছেন, অন্য দেশে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা থেকে আমেরিকাকে বিরত থাকতে হবে।
পূর্ব ইউরোপের ঘটনাবলীতে মার্কিন হস্তক্ষেপের কারণেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে জোরপূর্বক ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে।
আয়াতুল্লাহ জান্নাতি বলেন, “আমেরিকাকে এখন বুঝতে হবে যে, বিভিন্ন জাতি ও বিপ্লবের বিরুদ্ধে তৎপরতা সবসময় তাদের জন্য লাভজনক হবে না। জনপ্রিয় কোনো শাসককে ক্ষমতাচ্যুত করে চাটুকার কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসানোও তাদের উচিত হবে না।”
তিনি আরো বলেন, ইউক্রেনে হস্তক্ষেপের অভিজ্ঞতা আমেরিকার জন্য একটা শিক্ষা হতে পারে কারণ তারা এর মাধ্যমে বুঝতে পেরেছে যে, এ ধরনের ঘটনার জন্য তাদেরকে প্রতিকূল পরিণতির মুখোমুখি হতে হবে।
ইরানের এ শীর্ষ আলেম মিশর পরিস্থিতি নিয়েও মার্কিন ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকাই মিশরে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমাতচ্যুত করেছে এবং তাদের কারণে মিশরের বহু নিষ্পাপ মানুষ নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন