ইরাকে সুষ্ঠুভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন
ইরাকে সুষ্ঠুভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন
ইরাকে ভোটগ্রহণের পর গণনার আগ মুহূর্ত
প্রতিবেশি দেশ ইরাকে সুষ্ঠুভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন করায় দেশটির জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার পর গতকাল দেশটিতে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো।
এ সম্পর্কে আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, “আজকে বিশ্ববাসী স্বাধীন ইরাককে দেখছেন যে দেশটি প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে চলেছে।”
গতকাল ইরাকের প্রায় দুই কোটির বেশি বৈধ ভোটারের শতকরা ৬০ ভাগ তাদের নতুন আইন প্রণেতা নির্বাচনের জন্য ভোট দেন। ইরাকের জাতীয় সংসদে ৩২৮টি আসন রয়েছে।
নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় ভবিষ্যত ইরাকে সন্ত্রাসের কোনো ঠাঁই নেই। তিনি আরো বলেন, ইরান-ইরাক সম্পর্ক হচ্ছে কৌশলগত এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তা পরিচালিত হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন