লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল
লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া ভণ্ডুল
লিবিয়ার পার্লামেন্ট
লিবিয়ায় বন্দুকধারীদের হামলার মুখে দেশটির সংসদের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া ভণ্ডুল হয়ে গেছে। এ হামলায় অনেকে আহত হয়েছেন বলে লিবিয় সংসদের মুখপাত্র ওমর হামেদান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মঙ্গলবার হামলার মুখে রাজধানী ত্রিপোলিতে অবস্থিত সংসদ ভবন থেকে আইন প্রণেতারা পালিয়ে যান। অবশ্য বন্দুকধারীরা সংসদ ভবন বেশিক্ষণ দখলে রাখেনি। হামলার জের ধরে প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ওমর হামেদান জানান, পরাজিত এক প্রধানমন্ত্রী প্রার্থীর সঙ্গে এ সব বন্দুকধারীর যোগসাজশ রয়েছে। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। বন্দুকধারীদের হামলার আগে সংসদে দেশটির প্রধানমন্ত্রী আবদুল্লাহ-আত-থিনির উত্তরাধিকার নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন সংসদ সদস্যরা। থিনি প্রায় দু'সপ্তাহ আগে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছিলেন, বন্দুকধারীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা করেছে বলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বর্তমানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় ছয় প্রার্থী অংশ নিলেও প্রথম দফা ভোটাভুটিতে এগিয়ে রয়েছেন প্রখ্যাত ব্যবসায়ী আহমেদ মাতিক এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওমর আল-হাসি। চূড়ান্ত ভোটাভুটিতে এ দুই জনের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার চূড়ান্ত ভোটাভুটির আগ মুহূর্তে বন্দুকধারীরা লিবিয়ার সংসদে হামলা করে।
২০১১ সালে সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে লিবিয়ার সরকার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন