ইউক্রেনকে পাশ কাটিয়ে গ্যাস যাবে ইউরোপে
ইউক্রেনকে পাশ কাটিয়ে গ্যাস যাবে ইউরোপে
গ্যাস পাইপ লাইন (ফাইল ফটো)
ইউক্রেনকে পাশ কাটিয়ে ইউরোপে গ্যাস রপ্তানির লক্ষ্যে অস্ট্রিয়ার সঙ্গে গ্যাস পাইপ লাইন নির্মাণ চুক্তি সই করেছে রাশিয়া। রুশ কোম্পানি গ্যাযপ্রোম এবং অস্ট্রিয়ার তেল-গ্যাস কোম্পানি ওএমভি এ চুক্তিতে সই করেছে। এ পাইপ লাইনটির নির্মাণ শেষ হলে রাশিয়ার গ্যাস ইউক্রেনের ওপর দিয়ে নিয়ে যেতে হবে না।
রাশিয়ার কাছ থেকে ইউরোপ যে পরিমাণ গ্যাস কেনে তার অর্ধেকই যায় ইউক্রেনের ওপর দিয়ে। আগামী ২০১৭ সালের মধ্যে পাইপ লাইনের নির্মাণ কাজ শেষ হবে। এটি কৃষ্ণ সাগরের তলদেশ এবং সার্বিয়া ও হাঙ্গেরির ওপর দিয়ে গেছে।
চলতি মাসের শুরুতে রুশ জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ইউক্রেন গ্যাসের বয়েকা বিল পরিশোধ না করলে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দেয়া হতে পারে। গ্যাস বিল বাবদ ইউক্রেনের কাছে রাশিয়ার দুইশ’ কোটি ডলারের বেশি অর্থ পাওনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন