রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে
রাশিয়া সিরিয়ায় সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে বলেছে, “সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর অবৈধ অস্ত্রধারী গোষ্ঠীগুলোর অপরাধযজ্ঞ দেশটির সহিংসতাকে নজিরবিহীন অবস্থায় পৌঁছে দিয়েছে।”
বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা এবং প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজের নাম নিবন্ধিত করার পর এ হামলা জোরদার করে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা।
সিরিয়ার নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী ৩ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দামেস্ক বলেছে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সত্ত্বেও এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একইসঙ্গে সিরিয়ায় প্রভাব সৃষ্টিতে সক্ষম দেশগুলোকে শান্তিপূর্ণ উপায়ে এ সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন