আয়াতুল্লাহ খামেনেয়ীঃ ইরানের স্বনির্ভরতা ওদেরকে যৌক্তিক আচরণে বাধ্য করবে
আয়াতুল্লাহ খামেনেয়ীঃ ইরানের স্বনির্ভরতা ওদেরকে যৌক্তিক আচরণে বাধ্য করবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইরানের স্বনির্ভরতা বলদর্পী দেশগুলোকে যৌক্তিক ও ভদ্র আচরণ করতে বাধ্য করবে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রাক্কালে ইরানের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা কোম্পানির শ্রমিকদের এক সমাবেশে বুধবার তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, ইরান যখন গবেষণামূলক পরমাণু চুল্লির জন্য ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম চেয়েছিল তখন তারা তা দেয়নি। কিন্তু তেহরান এখন এ প্রযুক্তি অর্জনের পর তারা তাদের আগের অবস্থান পাল্টিয়েছে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেছেন, ইরানি জাতি যেখানেই নিজের পায়ে দাঁড়িয়েছে বলদর্পীরা সেখানেই তেহরানের সঙ্গে যৌক্তিক আচরণ করেছে। তিনি বলেন- নিষেধাজ্ঞার মধ্যেও ব্যাপক উন্নয়ন প্রমাণ করে কোনো কিছুই ইরানি জাতিকে ঠেকিয়ে রাখতে পারবে না।
শ্রমিক দিবসকে সামনে রেখে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলাম ধর্মে শ্রম ও চেষ্টার প্রতি সম্মান জানানো হয়। তিনি শ্রমিক ও মালিকের মধ্যে সম্মানজনক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন