জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি অভিযোগ করেছে
জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি অভিযোগ করেছে
নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি অভিযোগ করেছে, পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তান প্রদেশে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং এর ফলে গত দু’দিন ধরে সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে।
টিটিপি’র রাজনৈতিক শুরা সদস্য আজম তারিক মেহসুদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে সাংবাদিকদের জানিয়েছেন, "সেনাবাহিনী ওয়াজিরিস্তানের ববার এলাকায় টিটিপি অবস্থানে হামলা চালাতে হেলিকপ্টার গানশিপ ও ভারী কামান ব্যবহার করছে।" সংঘর্ষে সেনাবাহিনীর মারাত্মক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই বলে তারিকের এ দাবি স্বতন্ত্র সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
তালেবানের এ শুরা সদস্য অভিযোগ করেন, তারা যখন সরকারের সঙ্গে আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছিলেন তখন সেনাবাহিনী এ অভিযান শুরু করেছে। আলোচনায় সাফল্যের জন্য টিটিপি একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দাবি করে তারিক বলেন, বল এখন সরকারের কোর্টে। এখন তাদেরকেই আলোচনার টেবিল সাজাতে হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন