ইউক্রেন রাশিয়ার সামরিক অ্যাটাশে’কে আটক করেছে
ইউক্রেন রাশিয়ার সামরিক অ্যাটাশে’কে আটক করেছে
এসবিইউ'র সদর দফতর
ইউক্রেন বলেছে, দেশটিতে নিযুক্ত রুশ সামরিক অ্যাটাশে’কে আটক করা হয়েছে। বুধবার ইউক্রেনের অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “কিয়েভের রুশ দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে’কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে অবশ্যই ইউক্রেন ত্যাগ করতে হবে।”
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) রুশ কূটনীতিককে আটক করেছে- উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ৩০ এপ্রিল গুপ্তচরবৃত্তিবিরোধী এক সফল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুশ সামরিক অ্যাটাশের নাম-পরিচয় বা এ অভিযান সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইরানের প্রেস টিভি এ খবর জানিয়েছে।
গত মার্চ মাসে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটি রাশিয়ায় যোগ দেয়ার পর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরগুলোর সরকারি ভবন দখল করে রেখেছে রুশপন্থী অস্ত্রধারীরা। এ ছাড়া, সীমান্তের ওপারে মোতায়েন রয়েছে হাজার হাজার রুশ সৈন্য।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন