ইখওয়ানু মুসলেমিনের প্রধানসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড
ইখওয়ানু মুসলেমিনের প্রধানসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ড
মিশরের প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িসহ ৬৮৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। একজন আইনজীবী এবং একজন সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন।
এর আগে, একই আদালত ৪৯২ জনের মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছে। গত মার্চ মাসে ৫২৯ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল আদালত; তাদের মধ্য থেকে ৪৯২ জনের দণ্ডাদেশ পরিবর্তন করে এ আদালত। এসব ব্যক্তির মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেয়া হয়েছে।
গত বছরের জুলাই মাসে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর আগস্ট মাসে ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মুহাম্মাদ বাদায়িকে গ্রেফতার করা হয়। তার এ গ্রেফতারের পর মিশরে মারাত্মক রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। পরে ডিসেম্বর মাসে সেনা সমর্থিত সরকার ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন