এখনো মুসলমানরা দলে দলে বাংগুই থেকে পালিয়ে যাচ্ছে

খনো মুসলমানরা দলে দলে বাংগুই থেকে পালিয়ে যাচ্ছে

 

এখনো মুসলমানরা দলে দলে বাংগুই থেকে পালিয়ে যাচ্ছে 

 

 

 

ঘর-বাড়ি ছেড়ে পালাচ্ছেন মুসলমানরা
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে প্রধানত মুসলিম বিরোধী দাঙ্গায় বিধ্বস্ত রাজধানী বাংগুই থেকে শতাধিক মুসলমানকে বিদেশি সেনারা প্রহরা দিয়ে বামবারি শহরে পৌঁছে দিয়েছে। এ শহরটি রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এ সব মুসলমানকে দু’টি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। মুসলমানদের বহনকারী ট্রাক দু’টিকে পাহারা দিয়েছে ফরাসি শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একটি বহর।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ইউএনএইচসিআরের উপ-প্রধান তাম্মি শার্পে বলেছেন, জীবন রক্ষা করার জন্য এ সব মুসলমানকে রাজধানী থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাংগুই অবস্থানকালে বাস্তুহারা এ সব মুসলমান ধারাবাহিক হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।

এদিকে শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য জানিয়েছেন, সিলবুত শহর অতিক্রম করার সময় এ বহর লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়েছে। হাজার হাজার অসহায় মুসলমান এখনো দেশটির অনেক শহরে আটকা পড়ে আছেন। প্রাণ বাঁচানোর তাগিদে মুসলমানরা অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সশস্ত্র খ্রিস্টান গোষ্ঠীগুলোর ভয়াবহ হামলার মুখে পড়ছে।

গত বছরের শেষ থেকে দেশটিতে মুসলিম বিরোধী সহিংসতা শুরু হয়। ইউএনএইচসিআর জানিয়েছে, চার মাসে দেশটি থেকে প্রায় দুই লাখ মানুষ পালিয়ে গেছে এবং চলতি বছর আরো এক লাখ ৬০ হাজার মানুষ দেশত্যাগ করবে বলে আশংকা করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন