পাকিস্তান পরমাণুবাহী হাতফ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো
পাকিস্তান পরমাণুবাহী হাতফ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো
আজ (মঙ্গলবার) আবারো হাতফ-৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তান সেনাবাহিনীর স্ট্রাটেজিক কমান্ড জানিয়েছে, ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারবে হাতফ-৩ ক্ষেপণাস্ত্র। এছাড়া, এ ক্ষেপণাস্ত্র পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করতে পারবে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রাশাদ মেহমুদ, স্ট্রাটেজিক প্ল্যান ডিভিশনের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত এবং সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওবায়েদউল্লাহ খানসহ আরো অনেক উর্ধ্বতন কর্মকর্তা।
পাকিস্তান সামরিক বাহিনী ও বিজ্ঞানীদের এ সফলতায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং প্রেসিডেন্ট মামনুন হোসেইন। তারা হাতফ-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে পাকিস্তানের জন্য নতুন মাইল ফলক বলে উল্লেখ করেছেন
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন