সিরিয়ার বিরোধীরা নির্বাচনকে 'নাটক' বলল
সিরিয়ার বিরোধীরা নির্বাচনকে 'নাটক' বলল
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিরোধীরা। তারা বলেছে, আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচন ‘হাস্যকর নাটক’ ছাড়া কিছুই না।
গতকাল সিরিয়ার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন স্পিকার মুহাম্মাদ জিহাদ লাহাম। ঘোষণা অনুযায়ী আগামী ৩ জুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
এ নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়ে বিরোধীরা আন্তর্জাতিক সমাজকেও তা বর্জনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন নির্বাচনের তারিখ ঘোষণার সমালোচনা করেছেন। এছাড়া, সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি বলেছেন, চলমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশটির রাজনৈতিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা বিনষ্ট হয়ে যাবে।
স্পিকার মুহাম্মাদ জিহাদ লাহামের ঘোষণা অনুযায়ী আজ ২২ এপ্রিল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা নাম নিবন্ধন করাবেন এবং চলবে ২ মে পর্যন্ত।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন