আমেরিকা পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে
আমেরিকা পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এ কথা বলেছেন।
টুইটারে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ইউক্রেনের চলমান সংকট যদি আরো বেড়ে যায় তাহলে আমেরিকা এ ব্যবস্থা নিতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে সাকি বলেছেন, রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি জানান, নিষেধাজ্ঞা আরোপের আগে প্রেসিডেন্ট পুতিনের বিষেয়টিও আলোচনা করা হবে।
এর আগে, গতকাল প্রেসিডেন্ট পুতিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে মস্কো মোটেই ভীত নয়।
এর আগে নিউ ইয়র্ক টাইমস এক খবরে বলেছে, পুতিনের ব্যক্তিগত ব্যাংক একাউন্টের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। ওই খবরে বলা হয়েছে- সুইস ব্যাংকে পুতিনের একাউন্টে রয়েছে ৪,০০০ কোটি ডলার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন