অটরিশের যুবতি উগ্রপন্থিদের সাথেঃ আমরা নিজেদেরকে বেহেস্তেবাসী বলে মনে করি + ছবি

ইন্টারপোলের পুলিশরা অটরিশের দুই যুবতি সম্পর্কে অনুসন্ধান করে বুঝতে পারে যে, তারা উগ্র পন্থিদের চক্রান্তের শিকার হয়েছে। সামেরা ১৬ এবং সাবিনা ১৫ তারা অটরিশের রাজধানীতে জীবন যাপন করতো কিন্তু হঠাৎ ১০ই এপ্রিল তাদেরকে খুজে পাওয়া যায় না। ডেইলি মেইল নামক বার

অটরিশের যুবতি উগ্রপন্থিদের সাথেঃ আমরা নিজেদেরকে বেহেস্তেবাসী বলে মনে করি 
ইন্টারপোলের পুলিশরা অটরিশের দুই যুবতি সম্পর্কে অনুসন্ধান করে বুঝতে পারে যে, তারা উগ্র পন্থিদের চক্রান্তের শিকার হয়েছে।
সামেরা ১৬ এবং সাবিনা ১৫ তারা অটরিশের রাজধানীতে জীবন যাপন করতো কিন্তু হঠাৎ ১০ই এপ্রিল তাদেরকে খুজে পাওয়া যায় না।
ডেইলি মেইল নামক বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশ পায় যে তারা আসলে বসনিয়ার বাসিন্দা কিন্তু ৯০ দশকে যুদ্ধের সময় তারা অটরেশিয়াতে আশ্রয় নেয় এবং সেখানেই তাদের জন্ম হয়।
উক্ত যুবতিদের পরিবার সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারে যে, তাদের কন্যারা বর্তমানে সিরিয়াতে অবস্থান করছে। সাইটে তাদের ছবি বোরক্বা পরিহিত অবস্থায় দেয়া হয়েছে।

এ দুই যুবতি তাদের বন্ধুদের কাছে সিরিয়াতে তাদের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে। সেই দুই যুবতির মধ্যে একজন অস্ত্র সহ কয়েকজন উগ্রপন্থিদের সাথে ছবি তোলে 

তারা বিভিন্ন বার্তা সংস্থার কাছে নিজেদের মন্তব্য এইভাবে প্রকাশ করে যে, তারা বিবাহ করতে ইচ্ছুক যেন তাদের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে তার উদ্দেশ্য যেন হয় শাহাদত।
তারা তাদের পরিবারের কাছে ছিঠি লিখে যে, আমরা সঠিক পথ পেয়ে এখন সিরিয়াতে যাচ্ছি এবং আমরা চাই ইসলামের জন্য যুদ্ধ করতে এবং আমরা নিজেদেরকে বর্তমানে বেহেস্তবাসী বলে মনে করি।

নতুন কমেন্ট যুক্ত করুন