বারাক ওবামা পুতিনের ক্ষমতা খর্ব করার পরিকল্পনা নিয়েছেন
বারাক ওবামা পুতিনের ক্ষমতা খর্ব করার পরিকল্পনা নিয়েছেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা খর্ব করার পরিকল্পনা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ কাজে ওবামার সঙ্গে রয়েছে জাতীয় নিরাপত্তা দলও। তারা সবাই শুরু করতে যাচ্ছেন নতুন ধরনের ঠাণ্ডা লড়াই।
ইউক্রেন সংকট দূর করার পর ওবামা তার ক্ষমতার বাকি সময় পুতিনের ক্ষমতা খর্ব করার কাজে আত্মনিয়োগ করবেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এমন খবর দিয়েছে।
পত্রিকার খবরে বলা হয়েছে- বিশ্বে দিন দিন রাশিয়ার যে প্রভাব বেড়ে চলেছে তা খর্ব করার জন্য ওবামা মস্কোর সঙ্গে আন্তর্জাতিক সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছেদ করে দেয়ার কাজ করবেন।
ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলছে। এতে দেশ দু’টির মধ্যে সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছে। এমনকি গত বৃহস্পতিবার রাশিয়া, ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমঝোতা হয়েছে যে, তারা কেউই পূর্ব ইউক্রেনের সংকট বাড়িয়ে তুলবে না। তবে, নিউ ইয়র্ক টাইমস বলছে, এ সমঝোতার পরও ওবামা আর রাশিয়ার সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়বেন না।
গত ১৭ মার্চ ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত এলাকা ক্রিমিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হয়ে যায়। অবশ্য, তার একদিন আগে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয় এবং তাতে শতকরা ৯৭ ভাগ মানুষ রাশিয়ার সঙ্গে মিশে যাওয়ার পক্ষে রায় দেয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন