নওয়াজ: হামিদ মীরের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে
নওয়াজ: হামিদ মীরের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে
পাকিস্তানের সাংবাদিক ও জনপ্রিয় টিভি উপস্থাপক হামিদ মীরের ওপর হামলার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তিন বিচারককে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের জন্য পাকিস্তানের প্রধান বিচারপতি’র কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে।
এদিকে, এ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করার মতো তথ্য দেয়ার জন্য এক কোটি রুপি পুরস্কার দেয়া হবে বলে এরই মধ্যে ঘোষণা করেছে পাক সরকার।
পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ করাচির একটি হাসপাতালে প্রবীণ সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় বলেন, এ হামলার ঘটনা তদন্তে সিন্ধু প্রদেশের সরকারকে সব সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার ।
শনিবার বিকেলে করাচির ফয়সাল সেনানিবাসের কাছে জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় মোটর সাইকেল আরোহী চার বন্দুকধারী। এ সময় হামিদ মীরের শরীরে তিনটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কিছুক্ষণ অচেতন থাকলেও এখন তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন