বিমানের চাকায় ৫ ঘন্টা
বিমানের চাকায় ৫ ঘন্টা
বিমান অবতরণের পর কিশোরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ
আমেরিকায় বিমানের চাকা রাখার গর্তে লুকিয়ে থেকে ১৬ বছরের এক কিশোর পাঁচ ঘণ্টার পথ পাড়ি দেয়ার পরও প্রাণে বেঁচে গেছে।
বাড়ি থেকে পালিয়ে আসা এ কিশোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কাঁটাতারের বেড়া টপকে একটি বিমানের চাকার গর্তে আশ্রয় নেয়। হাওয়াইয়ের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউই’র বিমানবন্দরের অবতরণের পর কিশোরটি বিমান কর্মীদের নজরে আসে।
২,৪৬৭ মাইল পথ পাড়ি দেয়ার সময় বিমানটি যাত্রাপথের কিছু অংশ ১২,০০০ মিটার পর্যন্ত উঁচু দিয়ে উড়েছে। প্রচণ্ড ঠাণ্ডা এবং অক্সিজেনহীন বৈরী পরিবেশ উপেক্ষা করে এ কিশোরটি প্রাণে রক্ষা পাওয়ায় বেশ বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
হাওয়াই এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার রাতে বিমানটি অবতরণ করার পরই কিশোরটি বিমানের কর্মীদের নজরে আসে। এ সময় কিশোরটির নিরাপত্তার বিষয়টি তাদের উদ্বেগের প্রধান কারণ হয়ে ওঠে। প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে এফবিআই জিজ্ঞাসাবাদ করেছে।
এফবিআই মুখপাত্র টম সিমসন বলেন, প্রাণ বেঁচে যাওয়ায় তাকে সৌভাগ্যবান বলতে হবে। তিনি আরো জানান, যাত্রার বেশিরভাগ সময়ই কিশোরটি অজ্ঞান অবস্থায় ছিল। ছেলেটির কাছে একটি চিরুনি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি বলে জানান তিনি।
১৯৪৭ সাল থেকে এ ধরনের বিস্ময়কর ঘটনা সংক্রান্ত নথি সংরক্ষণ শুরু হয়। এ নথি থেকে দেখা যাচ্ছে, গত ৬৭ বছরে অন্তত ১০০ জন বিমানের চাকার গর্তে চড়ে ভ্রমণের চেষ্টা করেছে এবং এদের মধ্যে অন্তত ৭৫ জনই প্রাণ হারিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন