টিটিপি: যুদ্ধবিরতি নাকচ করে প্রকাশ্য স্থানে হামলা হতে পারে
টিটিপি: যুদ্ধবিরতি নাকচ করে প্রকাশ্য স্থানে হামলা হতে পারে
শাহীদুল্লাহ শাহীদ
নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর যে সিদ্ধান্ত তারা নিয়েছে দেশটির অন্য গোষ্ঠীগুলোও তা গ্রহণ করতে পারে।
ওয়াজিরিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় টিটিপির মুখপাত্র শাহীদুল্লাহ শাহীদ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পাক সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে, পাকিস্তানি তালেবানের যুদ্ধবিরতি নাকচের সুযোগ অন্যান্য গোষ্ঠী নিতে পারে এবং তারা প্রকাশ্য স্থানে হামলা চালাতে পারে। প্রকাশ্য স্থানে হামলার জন্য টিটিপিকে দায়ী করা যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন, আত্মরক্ষার্থে হামলা চালানোর অধিকার তালেবানের আছে।
এ ছাড়া, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর টিটিপি’র সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এ মুখপাত্র দাবি করেন, যুদ্ধবিরতি বজায় থাকার সময়েও পাক সরকার তাদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে। এ ছাড়া, কথিত অ-যোদ্ধা বন্দিদের মুক্তি দেয়া এবং উত্তর ওয়াজিরিস্তানের কোনো কোনো এলাকায় থেকে সেনা সরিয়ে নেয়ার যে তালেবান করেছিল সে কথাও উল্লেখ করেন তালেবান মুখপাত্র। তিনি এ সব দাবিকে তার ভাষায় 'ক্ষুদ্র দাবি' হিসেবে উল্লেখ করে সরকার তাতে কোনো সাড়া দেয়নি বলে জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন