বিদ্রোহীরা নিজেদের মধ্যে সংঘর্ষে আরো ৬৫ খতম
বিদ্রোহীরা নিজেদের মধ্যে সংঘর্ষে আরো ৬৫ খতম
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি বিদ্রোহী (ফাইল ছবি)
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি বিদ্রোহীদের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধে ৬০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামি স্টেট অব ইরাক এন্ড দি লেভ্যান্ট বা ইসিলের সন্ত্রাসীরা আন-নুসরা ও ইসলামিক ফ্রন্টের ওপর হামলা চালিয়ে ৬৫ ব্যক্তিকে হত্যা করেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর শহরের কাছে গত ৪৮ ঘন্টায় এ সংঘর্ষ হয়েছে বলে প্রেস টিভি জানিয়েছে।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে কুখ্যাত আন-নুসরা ফ্রন্টের শীর্ষস্থানীয় একজন কমান্ডার নিহত হওয়ার একদিন পর এ ভয়াবহ সংঘর্ষ হয়। সিরিয়ায় গত কয়েক মাসে এ ধরনের অভ্যন্তরীণ সংঘর্ষে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী হাজার হাজার বিদ্রোহী নিহত হয়েছে।
গত ১১ এপ্রিল বিদ্রোহীদের সূত্র জানায়, দেইর আয-যোর শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৯০ জনের প্রাণহানি হয়েছে। আন-নুসরা ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসিলের মধ্যে ওই সংঘর্ষ হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে সিরিয়ার কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জানুয়ারি থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে প্রায় ৩,৩০০ ব্যক্তি নিহত হয়েছে।
বিদ্রোহীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফের হিসাব অনুযায়ী, সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সংখ্যা প্রায় ১,০০,০০০। পাশ্চাত্যের পাশাপাশি কিছু আরব দেশ এসব সন্ত্রাসীকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন