৪৪ জন ফিরে এসেছে নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের মধ্যে

৪৪ জন ফিরে এসেছে নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের মধ্যে

৪৪ জন ফিরে এসেছে নাইজেরিয়ায় অপহৃত ছাত্রীদের মধ্যে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
নাইজেরিয়ার একটি সরকারি মাধ্যমিক স্কুল থেকে অপহৃত শতাধিক ছাত্রীর মধ্যে ৪৪ জন মুক্তির পর পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। ভারি অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি বোরনো প্রদেশের চিবুক শহর থেকে সোমবার তাদের অপহরণ করেছিল।

বোরনো প্রদেশের শিক্ষা কমিশনার ৪৪ ছাত্রীর ফিরে আসার খবর দিয়েছে। অবশ্য এখনো ৮৫ জন ছাত্রীর খোঁজে সাম্বিসা জঙ্গলে তল্লাশি চলছে। এ জঙ্গলে বোকো হারামের জঙ্গিরা আত্মগোপন করে আছে বলে মনে করা হয়।

বোকো হারামের সশস্ত্র জঙ্গিরা গত মঙ্গলবার ১৫ থেকে ১৮ বছর বয়সী ১২৯ জন ছাত্রীকে অপহরণ করে।

এদিকে, বুধবার নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ক্রিস ওলুকোলাডে মাত্র আট ছাত্রী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছিলেন। অবশ্য বুধবার রাতে দেয়া বিবৃতিতে তিনি আগের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ঘটনাস্থল থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ বিবৃতি দেয়া হয়েছিল বলে দাবি করেন। অপহৃত ছাত্রীদের উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন