মার্কিন সামরিক তথ্য পাচার হচ্ছে

মার্কিন সামরিক তথ্য পাচার হচ্ছে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
আমেরিকার সামরিক উন্নয়ন সংক্রান্ত গোপন তথ্য বিভিন্ন দেশের হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে। হ্যাকারদের এ তৎপরতা দেশটির সেনাবাহিনীর জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার।

তিনি বলেন, সাইবার হামলার মুখে গোপনীয়তা রক্ষা করতে পারছে না পেন্টাগন। স্যামুয়েল লকলেয়ারের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, পেন্টাগন ও তাদের বিশ্বস্ত ঠিকাদাররা আমেরিকার কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এ নিরাপত্তা ব্যবস্থা চীনা হ্যাকারদের ঠেকিয়ে রাখতে পারেনি বরং সব নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রায় নির্বিঘ্নে নিজেদের উদ্দেশ্যে হাসিল করতে পারছে তারা।

মার্কিন সেনাবাহিনী যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এভাবে তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে মনে করেন অ্যাডমিরাল স্যামুয়েল লকলেয়ার।

অবশ্য কি জাতীয় তথ্য হাতিয়ে নেয়া হয়েছে তিনি তা সুনির্দিষ্টভাবে জানাননি। তবে মার্কিন সাময়িকী ‘ফরেন পলিসি’ লিখেছে, এফ/এ-১৮ জঙ্গি বিমান এবং এফ-৩৫ ব্ল্যাক হক হেলিকপ্টারের নকশা সংক্রান্ত উপাত্ত হ্যাকারদের হাতে চলে গেছে। এ ছাড়া, অ্যাজিজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সংক্রান্ত তথ্যও হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন