ইউক্রেন সরকার বিচ্ছিন্নতাবাদী’দের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিল
ইউক্রেন সরকার বিচ্ছিন্নতাবাদী’দের বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দিল
ইউক্রেনের পাশ্চাত্যপন্থী সরকার বলেছে, মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ‘সন্ত্রাস বিরোধী’ অভিযান শুরু হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ জন্য অস্ত্র সমর্পন করার ঘোষিত সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর এ অভিযান শুরু হলো।
অবশ্য এ সত্ত্বেও ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-পন্থী সশস্ত্র ব্যক্তিদের হাতে দখল হয়ে যাওয়া ভবনগুলোতে কিয়েভের নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগে মাধ্যমে ঢোকার কোনো চিহ্ন এখনো দেখা যায়নি।
ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির সংসদে জোর দিয়ে বলছেন, দোনেত্স্ক অঞ্চলে এ অভিযান শুরু হয়েছে এবং পর্যায়েক্রমে ও সুচিন্তিতভাবে এটি চলবে। অবশ্য ইউক্রেনের সাঁজোয়া গাড়িগুলোকে সোমবার দোনেত্স্কের কাছে জড়ো হতে দেখা গেছে। সাতটি সাঁজোয়া গাড়ি, বড় বড় কামানসহ কয়েকটি বাহন, একটি সামরিক হেলিকপ্টার এবং বেশ কিছু সংখ্যক পুলিশ কর্মকর্তাকে খারকিভ অঞ্চলে দেখা গেছে। গত কয়েকদিনে এসব অঞলে ইউক্রেন সরকারের উপস্থিতির কোনো চিহ্ন দেখা যায়নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন