পিপিপি অগণতান্ত্রিক হঠকারিতার’ মুখে সরকারকে সমর্থন করবে
পিপিপি অগণতান্ত্রিক হঠকারিতার’ মুখে সরকারকে সমর্থন করবে
পিপিপি’র সিনেটর ফারহাতুল্লাহ বাবর
পাকিস্তানের বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর টানাপড়েনের কথা উল্লেখ করে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বলেছে, ‘অগণতান্ত্রিক হঠকারিতার’ বিরুদ্ধে তারা ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজ) সরকারকে সমর্থন করবে।
পিপিপি’র সিনেটর ফারহাতুল্লাহ বাবর পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে এ কথা বলেছেন। জিরো আওয়ার নামে পরিচিত আলোচ্যসূচির বাইরে যে কোনো বিষয়ে সংসদে কথা বলার সুযোগ দেয়ার সময় বাবর দেশটির বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের প্রকাশ্য মতপার্থক্যের কঠোর নিন্দা জানান। তিনি বলেন, আমার আশঙ্কা হচ্ছে, চলমান এ টানাপড়েন বেসামরিক প্রশাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
বেসামরিক প্রশাসন ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে টানাপড়েনের খবর অনেক দিন ধরেই প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেনা সদর দফতরে দেয়া সেনাপ্রধানের ভাষণে এ বিষয়টি ফুটে উঠেছে উল্লেখ করে ফারহাতুল্লাহ বাবর বলেন, এরপর কোনো কোনো মন্ত্রীর বিবৃতির বিরুদ্ধে কোর কমান্ডারদের সভায় অপ্রীতিকর মন্তব্য করার খবর ফাঁস হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রতিক্রিয়াকে তিনি অনাকাঙ্ক্ষিত ও যথাযথ নয় বলে মন্তব্য করেন।
পিপিপি’র সিনেটর ফারহাতুল্লাহ বাবর বলেন, অগণতান্ত্রিক শক্তিগুলোর যে কোনো জোটের হঠকারিতা বা হুমকির বিরুদ্ধে পাকিস্তানের বেসামরিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।
রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন