জর্দানের রাষ্ট্রদূত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত
জর্দানের রাষ্ট্রদূত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত হয়েছেন জর্দানের রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতান। আজ (মঙ্গলবার) সকালে তাকে অপহরণের সময় দুর্বৃত্তদের হামলায় তার গাড়ি চালক আহত হয়েছেন।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জর্দানের রাষ্ট্রদূতের অপহৃত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে, তার গাড়ি চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জর্দানের প্রধানমন্ত্রী বলেছেন, আল-ইতানকে মুক্ত করার লক্ষ্যে অপহরণকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
লিবিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, দু’টি বেসামরিক গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি জর্দানের রাষ্ট্রদূতকে তুলে নিয়ে গেছে। এর আগে গত জানুয়ারিতে ত্রিপোলি থেকে মিশরীয় দূতাবাসের পাঁচ কর্মীকে অপহরণ করেছিল সশস্ত্র ব্যক্তিরা। এর কয়েকদিন পর তাদের ছেড়ে দেয়া হয়।
লিবিয়ায় গত কয়েক বছর ধরে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। নিজ পরিবারের ওপর হামলার প্রতিবাদে গত রোববার লিবিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-সিন্নি পদত্যাগ করেন। তিনিসহ তার পরিবারের সদস্যদের ওপর একজন সাবেক গেরিলা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে ব্যর্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী আলী-জেইদানকে লিবিয়ার পার্লামেন্ট ক্ষমতাচ্যুত করার পর সিন্নিকে ওই পদে নিয়োগ দেয়া হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন