গণহত্যা থেকে রাতকো ম্লাদিচকে মুক্তি দেয়ার যুক্তি নাকচ করল আদালত
গণহত্যা থেকে রাতকো ম্লাদিচকে মুক্তি দেয়ার যুক্তি নাকচ করল আদালত
আদালতে স্বভাবসুলভ ভঙ্গিতে যুদ্ধাপরাধী ম্লাদিচ
সাবেক সার্ব জেনারেল রাতকো ম্লাদিচের পক্ষ থেকে গণহত্যার অভিযোগ বাতিলের যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছিল আন্তর্জাতিক আদালতের বিচারকরা তা নাকচ করে দিয়েছেন। সাবেক ইউগোস্লাভিয়ার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের নেতৃত্বে এ আদালত গঠিত হয়েছে।
বসনিয়ার যুদ্ধ চলাকালে সেব্রেনিৎসায় সার্ব বাহিনী অন্তত ৭,০০০ মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছিল। এই গণহত্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচিত। রাতকো ম্লাদিচের বিরুদ্ধে সেব্রনিৎসার গণহত্যায় জড়িত থাকাসহ ১১টি অভিযোগ আনা হয়েছে। বিচারকরা বলেছেন, ম্লাদিচের বিরুদ্ধে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অন্তত দু’টি অভিযোগ গ্রহণ করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।
এ দুই অভিযোগের একটি সেব্রিনিৎসা গণহত্যার সঙ্গে অপরটি বসনিয়ার মুসলমানসহ সার্ব নয় এমন সব অধিবাসীদের নির্মূল অভিযানের সঙ্গে জড়িত। যুদ্ধকালীন সার্ব বাহিনীর এসব তৎপরতা সংখ্যালঘুদের ওপর জাতিগত নির্মূল হিসেবে পরিচিত।
অবশ্য রাতকো ম্লাদিচ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন এবং জাতিসংঘের আদালতকে তার ভাষায় ‘শয়তানি’ বলে উল্লেখ করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন