ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারী নিহত
ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারী নিহত
ব্যাংককে বিক্ষোভ দেখাচ্ছেন সরকার বিরোধী আন্দোলনকারীরা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী এক বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
থ্যাইল্যান্ডভিত্তিক অনলাইন বার্তা সংস্থা মাতিচন অনলাইনের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ব্যাংককের লুম্পিনি পার্কে আজ (মঙ্গলবার) চিরায়ুথ সেনানারং নামের ওই বিক্ষোভকারী গুলিতে নিহত হন।
পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
থাইল্যান্ডের সরকার বিরোধী আন্দোলনকারী সংগঠন পিপলস ডেমোক্র্যাটিক রিফর্ম কমিটি (পিডিআরসি) গত ২ মার্চ ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত লুম্পিনি পার্কে তাদের ক্যাম্প স্থানান্তর করে।
এরাওয়ান এমারজেন্সি মেডিক্যাল সেন্টার বলেছে, গত অক্টোবরে থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২২জন নিহত এবং ৭৪১ জন আহত হয়েছে।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এক রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতির এক মামলায় কারাদণ্ড এড়াতে ২০০৮ সাল থেকে তিনি স্বেচ্ছা নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ২০১১ সালের জুলাই মাসে থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হন। তখন থেকে দেশটির ক্ষমতায় ইংলাক থাকলেও গত বছর থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার হয়।
সরকার বিরোধী বিক্ষোভ এড়াতে গত ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার বিরোধীরা ওই নির্বাচন বর্জন করার কারণে সাংবিধানিক আদালত নির্বাচনকে অবৈধ বলে রায় দেয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন