সারখা শহরে ঢুকে পড়েছে সেনাবাহিনী
সারখা শহরে ঢুকে পড়েছে সেনাবাহিনী
সিরিয়ার কৌশলগত কালামুন অঞ্চলের আল-সারখা শহরে ঢুকে পড়েছে সরকারি বাহিনী। এর ফলে সেখানে শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা। এতদিন বিদেশি মদদপুষ্ট তাকফিরি গেরিলারা শহরটি নিয়ন্ত্রণ করছিল।
সিরিয়ার সেনা সূত্র জানিয়েছে, আল-সারখা শহরের আশেপাশের পাহাড়গুলোও এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সারখা শহর মুক্ত করারন অভিযানে এরইমধ্যে বিপুল সংখ্যক গেরিলা নিহত হয়েছে। রোববার সেনাবাহিনী কালামুনের সারখা শহর দখলমুক্ত করার অভিযান শুরু করে। এর আগে কালামুন অঞ্চলের আরও কয়েকটি শহর দখলমুক্ত করেছে সরকারি বাহিনী।
গতকাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যুদ্ধ এখন সরকারি বাহিনীর পুরোপুরি অনুকূলে চলে এসেছে। সেনাবাহিনী এখন একের পর এক বিদেশি মদদপুষ্ট তাকফিরি গেরিলাদের বিরুদ্ধে জয় পাচ্ছে। প্রতিবেশী দেশ লেবাননের সীমান্তবর্তী এলাকায় কালামুন অঞ্চল অবস্থিত বলে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। রাজধানী দামেস্ক থেকে হোমস শহরে যাওয়ার মহাসড়ক এই অঞ্চলের উপর দিয়ে চলে গেছে।
গত ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে। পাশ্চাত্যের পাশাপাশি কয়েকটি আরব দেশও এই সহিংসতায় মদদ দিচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন