সিরিয় বাহিনী রাজধানী দামেস্কের কাছে আরো কিছু অঞ্চল দখল করেছে
সিরিয় বাহিনী রাজধানী দামেস্কের কাছে আরো কিছু অঞ্চল দখল করেছে
দামেস্কের কাছে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে আরো কিছু অঞ্চল দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, সিরিয়াব্যাপী তীব্র সংঘর্ষের মধ্যে এ বিজয় অর্জন করল সরকারি সেনারা। আস-সারখা, বাখা এবং আল-জিবেহ শহরে সিরিয় বাহিনীর অভিযানে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে এবং তাদের আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে। দামেস্কের গ্রামাঞ্চলের আল-কালামুন পার্বত্য এলাকায় এ সব এলাকা অবস্থিত।
এ ছাড়া, অনেক সন্ত্রাসী দামেস্কের হোশ আরব উপকণ্ঠে বা লেবানন সীমান্তের দিকে প্রাণ নিয়ে পালিয়ে গেছে।
এদিকে সিরিয় বাহিনী দামেস্ক থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত ঐতিহাসিক মালোলা শহরটিও পুনরায় দখল করতে পেরেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন