অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হলো ইরানের নৌ জাহাজগুলোতে
অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হলো ইরানের নৌ জাহাজগুলোতে
ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং উপকূলীয় প্রতিরক্ষায় ব্যবহৃত জাহাজগুলোতে দেশে তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি (সোমবার) এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজগুলোতে ‘গাদির’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। এ সব ক্ষেপণাস্ত্র উপকূল থেকে সাগরেও নিক্ষেপ করা যাবে বলে উল্লেখ করেন তিনি।
উপকূল বা জাহাজ থেকে নিক্ষেপযোগ্য গাদির ক্ষেপণাস্ত্র এরইমধ্যে ইরানের নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।
রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেন, ইরান যে সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তার মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা এবং ধ্বংস করার প্রচণ্ড ক্ষমতার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে গাদির।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন