ইরানের নিন্দা: সিরিয়ায় আল-মানার টিভির ৩ সাংবাদিক নিহত
ইরানের নিন্দা: সিরিয়ায় আল-মানার টিভির ৩ সাংবাদিক নিহত
সিরিয়ায় খ্রিষ্টান অধ্যুষিত মালুলা শহরে তাকফিরি গেরিলাদের হামলায় লেবাননের আল-মানার টিভি চ্যানেলের তিন সাংবাদিক নিহত হয়েছেন।
বিদেশি মদদপুষ্ট গেরিলারা গতকাল (সোমবার) গুলি চালিয়ে তাদের হত্যা করে। এছাড়া গেরিলাদের হামলায় আল-মানারের সাংবাদিক টিমের কয়েক জন সদস্য আহত হয়েছেন। আজ (মঙ্গলবার) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়ে আফখাম। তিনি বলেছেন, এই ঘটনার মধ্যদিয়ে উগ্রবাদ ও সহিংসতা মোকাবেলায় বিশ্বের সব দেশ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বই ফুটে উঠেছে।
আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, সাংবাদিকদের বহনকারী গাড়িতে টিভি চ্যানেলের লোগো ছিল। কিন্তু তারপরও তাকফিরি গেরিলারা গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং সাংবাদিকদের হত্যা করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন