ইসরাইল হিজবুল্লাহর কমান্ডো হামলার অভিনব কৌশলে আতঙ্কিত

ইসরাইল হিজবুল্লাহর কমান্ডো হামলার অভিনব কৌশলে আতঙ্কিত

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি,
ইহুদিবাদী ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট বলেছে, লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় নতুন নতুন সামরিক কৌশল বিশেষ করে কমান্ডো হামলার অভিনব কৌশলগুলো রপ্ত করেছে।

ইহুদিবাদী এই পত্রিকা জানিয়েছে, হিজবুল্লাহ সিরিয়ার যুদ্ধে এইসব নতুন কৌশল রপ্ত করছে বলে দখলদার ইসরাইলের সশস্ত্র বাহিনী গভীরভাবে উদ্বিগ্ন।

দৈনিকটি লিখেছে, হিজবুল্লাহর যোদ্ধারা শত্রুর নিয়ন্ত্রিত এলাকায় হামলার কৌশল আয়ত্ত করেছে। সম্প্রতি হিজবুল্লাহর মুজাহিদরা সিরিয়ার কালামুন অঞ্চলে বিদ্রোহীদের ব্যবহৃত একটি ভিলা বা ভবন বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দৈনিকটি লিখেছে, হিজবুল্লাহর সেনারা রাতের বেলায় গোপনে ওই ভিলায় গিয়ে বোমা পেতে রাখে এবং সকালে বিদ্রোহীরা সেখানে আসলে হিজবুল্লাহর সেনারা সেসব বোমার বিস্ফোরণ ঘটায়, ফলে বিদ্রোহীদের চার জন গাড়ি-বোমা বিশেষজ্ঞ নিহত হয়।

হিজবুল্লাহর সেনারা জটিল কমান্ডো হামলার অভিজ্ঞতা ও প্রশিক্ষণ অর্জন করায় এই আন্দোলন ইসরাইলি সেনাদের বিরুদ্ধেও একই ধরনের কৌশল প্রয়োগ করতে পারে বলে তেল আবিব আতঙ্কিত হয়ে পড়েছে।

ওয়াইনেট আরো লিখেছে, হিজবুল্লাহর যোদ্ধারা যোগাযোগের অত্যাধুনিক ও সুরক্ষিত যন্ত্রপাতি ব্যবহার করছে। যেসব মোবাইল ফোনের নেটওয়ার্ক সহজেই শনাক্ত করা যায় সেসব মোবাইল ব্যবহার হিজবুল্লাহর সেনাদের জন্য নিষিদ্ধ।

সম্প্রতি হিজবুল্লাহর সেনারা লেবাননে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নেয়ার জন্য ইসরাইল অধিকৃত অঞ্চলে কয়েকটি বোমা পেতে রেখে সেসবের বিস্ফোরণ ঘটালে বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়।

হিজবুল্লাহ ২০০০ সালে দখলদার ইহুদিবাদী সেনাদের দক্ষিণ লেবানন থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। ইসরাইল এই অঞ্চলটি প্রায় ২০ বছর দখলে রেখেছিল। এ ছাড়াও ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর কাছে বিপর্যস্ত হয় আগ্রাসী ইসরাইল।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন