ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী: আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী: আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বলেছেন, সৌদি আরব ও কুয়েতসহ আরব দেশগুলোর সঙ্গে তাদের গোপন আলোচনা চলছে। আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করাই এ আলোচনার উদ্দেশ্য। আর এটি করা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান ইহুদিবাদী পত্রিকা ইয়েদিউত আহারোনোথকে বলেছেন, কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা চলছে। তিনি আরো বলেছেন, যোগাযোগ হচ্ছে, কথাও হচ্ছে। আমরা এমন একটা পর্যায়ের কাছাকাছি চলে এসেছি যে, এক থেকে দেড় বছরের মধ্যেই আমাদের যোগাযোগ ও আলোচনা আর গোপন থাকবে না। সব কিছুই হবে প্রকাশ্যে।
অবশ্য সৌদি আরব ও কুয়েত এ ধরনের গোপন যোগাযোগ ও আলোচনার কথা অস্বীকার করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইসরাইলের সঙ্গে কোন পর্যায়েই সম্পর্ক নেই ও আলোচনাও হচ্ছে না। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি খালেদ আল-জারাল্লাহ বলেছেন, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর দাবি সঠিক নয়, আমাদের সঙ্গে এ ধরনের কোন আলোচনা নেই।
কিন্তু ইসরাইলি মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ইহুদিবাদী পত্রিকা জানিয়েছে, আগামী ২০১৯ সালে আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের কয়েকটি নয়া চুক্তি সই হবে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন