ড. রুহানি: ইরানের পরমাণু অধিকার মেনে নিয়েছে গোটা বিশ্ব
ড. রুহানি: ইরানের পরমাণু অধিকার মেনে নিয়েছে গোটা বিশ্ব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তিই প্রমাণ করে ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব। আজ (মঙ্গলবার) ইরানের ‘সিস্তান ও বালুচিস্তান’ প্রদেশে এক জনসভায় বক্তৃতা দেয়ার সময় তিনি এ কথা বলেন।
রুহানি আরও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ৫+১ গ্রুপের সঙ্গে তেহরানের যে চুক্তি সই হয়েছে তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের ইরানি অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে।
২০১৩ সালের ২৪ নভেম্বর জেনেভায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অন্তবর্তী পরমাণু চুক্তি সই হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। আজ ড. রুহানি বলেছেন, “আমরা আলোচনার ক্ষেত্রে ধাপে ধাপে এগিয়ে যাব। আমরা বিশ্বের সামনে এটা প্রমাণ করব- ইরান সম্পর্কে অতীতে যা বলা হয়েছে, তার সবই ছিল ডাহা মিথ্যা।” তিনি আরও বলেন,“ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। তবে শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন