তথ্য গোপন করা হচ্ছে, বিমান নিখোঁজের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়

তথ্য গোপন করা হচ্ছে, বিমান নিখোঁজের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি,
মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি হারিয়ে যাওয়া সংক্রান্ত দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইরানের অভিজ্ঞ পাইলট আলীরেজা মোতের্জা জাদেহ।

ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি বলেছেন, বেশিরভাগ বিমানেই এয়ার ট্রাফিক কন্ট্রোল ট্রান্সপোন্ডার থাকে। নিখোঁজ বিমানেও এই যন্ত্রটি ছিল। তিনি বলেন, ট্রান্সপোন্ডার হচ্ছে এমন একটি যোগাযোগ যন্ত্র যা রাডারের সিগন্যাল গ্রহণের পর একটি কোড পাঠায়। এই কোড থেকেই বিমানের অবস্থান স্পষ্ট হয়। এর মধ্যদিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বুঝতে পারেন বিমানটি এখন কোথায় ও সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় রয়েছে। ট্রান্সপোন্ডারটি বন্ধ করে দেয়া হলেও বিমানের অবস্থান রাডারে ধরা পড়ে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি সম্পর্কে তিনি বলেন, বিমানটির পাইলট ট্রান্সপোন্ডারটি বন্ধ করে রেখেছিলেন এমন কথাও বিশ্বাসযোগ্য নয়। কারণ এ ধরনের কাজের জন্য পাইলটকে বড় ধরনের জরিমানা ও শাস্তি দেয়ার বিধান রয়েছে। এ ছাড়া, কোনো বিমানের ট্রান্সপোন্ডার থেকে সংকেত আসা বন্ধ হয়ে গেলেও দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নিয়ম আছে।

তিনি বলেন- যদি ধরে নেয়াও হয় যে, বিমানের ট্রান্সপোন্ডারটি বন্ধ ছিল এবং রাডারও কাজ করেনি, তাহলেও বলতে হবে বর্তমানে এমন সব উন্নত প্রযুক্তির সামরিক রাডার রয়েছে যা সব ধরনের বিমানের অস্তিত্ব বুঝতে সক্ষম। ইরানের এই পাইলটের মতে, মালয়েশিয়ার কর্মকর্তারা বিমানটির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করছেন।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন