চিলিতে দাবানলে পুড়ে গেছে ১০০ বাড়ি
চিলিতে দাবানলে পুড়ে গেছে ১০০ বাড়ি
চিলির বন্দরনগরী ভ্যালপারাইসো’তে ভয়াবহ দাবানলে অন্তত ১০০ বাড়ি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ।
নগরীর মেয়র জর্জ ক্যাস্ত্রো জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্রচণ্ড বাতাসে জঙ্গলের আগুন জনপদে ঢুকে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। দাবানলের আগুন শহরের দিকে এমনভাবে ধেয়ে আসছে যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আগুনে ভ্যালপারাইসো শহরের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
চিলির প্রেসিডেন্ট মিশেলে ব্যাচেলে বন্দর নগরী ও তার আশপাশের এলাকাকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেছেন। সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি দুর্গত হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় ৭০ মাইল দূরে ভ্যালপারাইসো শহরটি অবস্থিত।
প্রাপ্ত খবরে জানা গেছে, শহরের লা ক্রুজ ও লা ক্যানাস এলাকার কিছু মানুষ কালো ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। জরুরি বিভাগের কর্মকর্তা গুইলেরমো ডি লা মাজ্জা বলেছেন, বাতাস আমাদেরকে সহযোগিতা করছে না। এই মুহূর্তে আমরা লোকজনকে সরিয়ে নেয়াকে অগ্রাধিকার দিচ্ছি, সেইসঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন