ইসরাইলের সঙ্গে আসাদকে উৎখাতের লক্ষ্যে জোট গঠনের আহ্বান

ইসরাইলের সঙ্গে আসাদকে উৎখাতের লক্ষ্যে জোট গঠনের আহ্বান

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি,
কামাল আল-লাবওয়ানি
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে জোট গঠন করার আহ্বান জানিয়েছেন বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের এক নেতা।

কথিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র নেতা কামাল আল-লাবওয়ানি বলেছেন, একমাত্র তেল আবিবের সঙ্গে জোট গঠনের মাধ্যম সিরিয়া সরকারের পতন ঘটানো সম্ভব। তিনি বলেন, সিরিয়ায় ইসরাইলেরও অন্যতম লক্ষ্য আসাদ সরকারের ক্ষমতাচ্যুতি।

লাবওয়ানি আরো বলেন, সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো শক্তিশালী হলে আল-কায়েদা সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তি খর্ব করা যেত। এসএনসি’র এ নেতা ১০ বছর জেল খাটার পর দু’বছর আগে প্রেসিডেন্ট আসাদের নির্দেশে মুক্তি পান। কিছু বিদ্রোহী গ্রুপ প্রথমে আসাদ বিরোধী সহিংসতা শুরু করলেও পরবর্তীতে সৌদি আরবের প্রত্যক্ষ মদদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তাকফিরি সন্ত্রাসী সিরিয়ায় অনুপ্রবেশ করে। তারা আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি বহু নিরীহ মানুষকে হত্যা করেছে। এসব সন্ত্রাসী এসএনসি’র বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে।

ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম জানিয়েছে, এর আগে তেল আবিবের কাছ থেকে সামরিক সহযোগিতা পাওয়ার বিনিময়ে ইসরাইলকে গোলান মালভূমি পুরোপুরি ছেড়ে দিতে সম্মত হয়েছিলেন লাবওয়ানি। সেইসঙ্গে তিনি সিরিয়ায় বিমান উড্ডয়নমুক্ত এলাকা ঘোষণা করার জন্যও ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতা চেয়েছিলেন।

গত মার্চ মাসে তিনি আল-আরব পত্রিকাকে বলেছিলেন, “যখন সিরিয়া এবং গোলান মালভূমি একত্রে হাতছাড়া হয়ে যাওয়ার যখন আশংকা রয়েছে তখন আমরা কেন শুধুমাত্র গোলান মালভূমিকে বিক্রি করে দিতে সম্মত হব না।”

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদদপুষ্ট সহিংসতা চলছে। ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থন দেন বলে তাকে উৎখাত করার লক্ষ্যেই মূলত বিদ্রোহী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে পাশ্চাত্য। কিন্তু সিরিয়া সরকার দেশে নিরাপত্তা প্রতিষ্ঠার কাজে অনেকাংশে সফল হয়েছে। সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের বিরুদ্ধে বেশ কিছু সাফল্য পেয়েছে সেনাবাহিনী। এ অবস্থায় মুসলমানদের চরম শত্রু ইসরাইলের সঙ্গে জোট গঠন করার আহ্বান জানালেন একজন বিদ্রোহী নেতা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন