সুপ্রিম কোর্ট মার্কিন গুপ্তচরের শাস্তি কমাল
সুপ্রিম কোর্ট মার্কিন গুপ্তচরের শাস্তি কমাল
মিরযায়ি হেকমাতি
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পক্ষে গুপ্তচরবৃত্তি করার অপরাধে ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার ইরানের সুপ্রিম কোর্ট গুপ্তচর আমির মিরযায়ি হেকমাতি’কে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডের শাস্তি কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেয়। হেকমাতির আইনজীবী মাহমুদ তাবাতাবায়ি জানিয়েছেন, এর আগে ইসলামি রেভ্যুলুশনারি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সুপ্রিম কোর্ট তাকে যে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে তার বিরুদ্ধেও তিনি আপিল করবেন বলে জানান তাবাতাবায়ি।
২০১১ সালের ১৭ ডিসেম্বর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আমেরিকার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে হেকমাতিকে আটক করে। তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, গোপনে ইরানের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করে সে গোটা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে চেয়েছিল যাতে প্রমাণ করা যায় ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রসাবাদে মদদ দিচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ২০০৯ সালে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার জন্য মিরযায়ি হেকমাতিকে নিয়োগ দিয়েছিল।
আটকের পর হেকমাতি ইরানের জাতীয় টেলিভিশনে উপাস্থিত হয়ে স্বীকার করে, ২০০১ সালে মার্কিন সেনাবাহিনীতে ভর্তি হয় প্রায় এক-দশক গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছিল সে। ২০১১ সালে প্রথমে যে যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে যায়। সেখান থেকে গুপ্তচরবৃত্তি করার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ইরান প্রবেশ করে সে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন