ইসরাইলিরা আবারও আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা করেছে
ইসরাইলিরা আবারও আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা করেছে
আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। আজ (রোববার) আল-আকসা মসজিদের একটি গেইট দিয়ে মুসল্লিদের প্রবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিবাদী মুসল্লিদের ছত্রভঙ্গ করতে গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।
ইহুদিবাদী পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড দাবি করেছেন, বিক্ষোভকারীরা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ও ককটেল নিক্ষেপ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলি বাহিনী ও উগ্র ইহুদিরা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের পাশে ইহুদি উপাশনালয়ের মডেল উদ্বোধন করার পর এ সংঘর্ষ হলো। বলা হচ্ছে, এটি হচ্ছে তথাকথিত তৃতীয় ইহুদি উপাশনালয়ের মডেল। এতে রয়েছে একটি বড় হলরুম যেখানে শত শত দর্শণার্থী একসঙ্গে ঢুকতে পারে।
‘আল-আকসা ওয়াকফ ও ঐতিহ্য ফাউন্ডেশন’ বলেছে, এই স্থাপনা আল-আকসা মসজিদের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনিরা বলছেন, আল-আকসা মসজিদের স্থলে ইহুদি উপাশনালয় নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হচ্ছে আল-আকসা মসজিদ। ফিলিস্তিনিরা বলেছেন, ইতিহাস বিকৃত করে ইহুদিবাদীরা আল-আকসা মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন