বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযান শুরু
বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলে অভিযান শুরু
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলীয় স্ল্যাভিয়ানস্ক শহরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। রুশপন্থী বিক্ষোভকারীরা সেখানে বেশ কিছু সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। আজ (রোববার) দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকব তার ফেইসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, স্ল্যাভিয়ানস্ক শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সব ইউনিট অংশ নিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই শহরে সামরিক বাহিনীর হেলিকপ্টার উড়ছে এবং গুলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর একটি ভবন থেকে প্রায় এক ডজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। বিক্ষোভকারীরা একটি ভবনে তাদের জিম্মি করে রেখেছিল।
গতকাল (শনিবার) দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলে তৎপর বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান শুরুর পরিকল্পনা ঘোষণা করেছিল।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রয়েছে রুশ-ভাষাভাষি বিপুল জনগোষ্ঠীর বাস। তারা রাশিয়াকে সমর্থন দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর থেকেই পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রাশিয়ার পক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইউক্রেনের নয়া সরকার বিক্ষোভকারীদের উস্কে দেয়ার জন্য মস্কোকে দায়ী করলেও রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন