কায়রোয়, কালাকানুনের প্রতিবাদ ও আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ
কায়রোয়, কালাকানুনের প্রতিবাদ ও আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ
মিশরে বিক্ষোভবিরোধী আইনের বিরুদ্ধে রাজধানী কায়রোতে বিক্ষোভ হয়েছে। সেনা মদদপুষ্ট মিশর সরকারের তৈরি করা নতুন আইনে মুবারকবিরোধী গণআন্দোলনের তিন প্রভাবশালী নেতাকে কারাদণ্ড দেয়ার পর কায়রোয় এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
মিশরে গত নভেম্বরে প্রণীত নতুন আইন অনুযায়ী বিক্ষোভ সমাবেশের জন্য কর্তৃপক্ষের কাছে অন্তত তিন দিন আগে অনুমতি নিতে হবে। এই আইন জারির পর হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
ওয়ে অব দ্যা রেভ্যুলেশন মুভমেন্ট নামের একটি সংস্থা কায়রোর এ বিক্ষোভের আয়োজন করেছে। কায়রোর জার্নালিস্ট সিন্ডিকেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিক্ষোভ শুরু হয়। তাহরির স্কয়ারের আশেপাশের সড়কগুলোতে বিক্ষোভ করা হয়েছে এবং তার আগে জার্নালিস্ট সিন্ডিকেটের ভবনে অবস্থান ধর্মঘট করেছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার দায়ে আগে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন কায়রোর বিক্ষোভকারীরা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন